ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রামে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বিচারপতির পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেন তারা।

এসময়- ‘এক-দুই-তিন-চার, চিফ জাস্টিসের পদত্যাগ’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘খুনি হাসিনার বিচারপতি, মানি না মানবো না’-ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে শিক্ষার্থীরা সড়কে অবরোধের কারণে যানচলাচলে বিঘ্ন ঘটে। পুরো এলাকায় তৈরি হয়েছে যানজট।

জানা গেছে, শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে তা সভা স্থগিত করা হয়।