ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র-জনতার প্রতি অভিনন্দন বার্তা বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের

সংগ্রামী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর অব আবদুল মান্নান। তিনি অভিনন্দন বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে বিকল্পধারা বাংলাদেশ তাকে স্বাগত জানায়। ছাত্র-জনতাকে সংগ্রামী অভিনন্দন।

বাংলাদেশের এই তরুণ প্রজন্ম বৈষম্যবিরোধী আন্দোলনে যে প্রজ্ঞা এবং পরিপক্কতার পরিচয় দিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস কে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার প্রস্তাবকে বিকল্পধারা বাংলাদেশ একটি শোষণমুক্ত ও সামগ্রিক ন্যায় বিচারের অগ্রগামী বাংলাদেশ বিনির্মাণের সূত্রপাত হিসেবে দেখছে।

বিকল্পধারা বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের এই স্বপ্নযাত্রা ছাত্রজনতার প্রত্যাশা পূরণে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকারবদ্ধ। ছাত্র-জনতাকে আবারো সংগ্রামী অভিনন্দন।