নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন মেথিকান্দা স্টেশনের স্টেশনমাস্টার আশরাত আলী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাসা-৪০,লাইন-২/১,এভি-৪,সবুজ বাংলা,১১/সি,পল্লবী,ঢাকা।
মোবাইল : 01917351459
ই-মেইল : sangathansangbad@gmail.com