ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চাপে পড়ে মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন এনআরবির এমডি

পরিচালনা পর্ষ‌দের চা‌পে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন মাহমুদ শাহ। ত‌বে তি‌নি পদত্যাগ প‌ত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন যা পরিচালনা পর্ষদ গ্রহণ করেছেন। 

গত ২১ জানুয়ারি ব্যাংকটির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে মামুন মাহমুদ শাহ জানিয়েছেন, কিছু ব্যক্তিগত কারণে চাকরি অব্যাহত রাখতে পারছেন না।

এ বিষয়ে জানতে চাইলে মামুন মাহমুদ শাহ বলেন, ব্যাংকে কাজ করে স্বস্তি পাচ্ছিলাম না। ভালোও লাগছে না। তাই আমি গত ২১ জানুয়ারি পদত্যাগ করেছি। পর্ষদ তা গ্রহণ করেছে।

এনআরবি ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাকির আমিন চৌধুরী বর্তমানে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পান ব্যাংকার মামুন মাহমুদ শাহ।