ঢাকা, মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এস. এস. সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান

১০ ফেব্রুয়ারী মোহাম্মদপুর রায়েরবাজার আজিজ খান রোড স্কুল ক্যাম্পাসে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য এস. এস. সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ এম এ মান্নান মনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ হোসেন খোকন কাউন্সিলর, ৩৪ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রধান আলোচক উপস্থিত ছিলেন প্রফেসর মো: আমিনুল হক, অধ্যক্ষ, মোহাম্মদপুর মহিলা কলেজ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রফেসর মো: সফিকুল ইসলাম স্বপন, অধ্যক্ষ, ইনস্টিটিউট অব বিজনেজ এন্ড টেকনোলজি (আই বিটি), সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন, মো: নুর হোসেন অধ্যক্ষ, শেখ বজলুর রহমান কলেজ, বিকাশ চন্দ্র দাস সহযোগী অধ্যাপক, আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ব বিদ্যালয় কলেজ, ফারুকুর রহমান সহযোগী অধ্যাপক মোহাম্মদপুর মহিলা কলেজ, মো: আলম মিয়া উপদেষ্টা ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, মো: সিরাজুল ইসলাম প্রভাষক, শেখ বজলুর রহমান কলেজ, মিজানুর রহমান, মোঃ আব্দুর রব, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, আলহাজ্ব মকবুল হোসেন কলেজ, মোঃ রেজওয়ানুল হক, সহকারী অধ্যাপক, মোহাম্মদ পুর মহিলা কলেজ। পবিত্র কুরআন থেকে তেলায়াত করেন সাদিয়া ইসলাম ফারিহা, এসএসসি পরীক্ষার্থী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনায়েতুল হক, হাফেজ মাওলানা আমানউল্লাহ ফারুকী, পেশ ইমাম জাফরাবাদ জামে মসজিদ। অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের সার্বঙ্গীন মঙ্গল কমানা করেন বক্তাগণ।