ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয়তমার শুভ জন্মদিন- লায়ন মো. গনি মিয়া বাবুল

বিশ জানুয়ারি প্রিয়তমার শুভ জন্মদিন
পঁয়ত্রিশ বছর যুগলবন্দী স্মৃতি অমলিন,
সুখে-দুঃখে অগ্রযাত্রায় এক সাথে
এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত সফলতার পথে।

অলোকিত উজ্জীবিত যার দেহ-মন
সুখী-সুন্দর সংসার পরিজন,
দোয়া করি মহান আল্লাহর দরবারে
তাঁর গুণাবলি প্রসারিত হোক ঘরে ঘরে।

সে অনেক গুণে গুনান্বিত
পরিবারের সবাই তাই আনন্দিত,
সবার কাছে দোয়া চাই তাঁর জন্য
এমন সঙ্গী পেয়ে আমি সত্যিই ধন্য।

মোদের প্রেম-প্রীতি অদৃশ্য অন্তরে
নিশ্চয় অটুট থাকবে আদি-প্রান্তরে,
তাঁর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা
পূরণ হোক তাঁর মনের সব ইচ্ছা।

পরিচিতি: লায়ন মো. গনি মিয়া বাবুল
(কবি, লেখক, প্রাবন্ধিক, সমাজসেবক ও সংগঠক)
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি
৫১, ৫১/এ, পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ফোন: ০১৫৫২৬০১১১৮, ০১৮৪২৬৩১১১৮
ই-মেইল: lionganibabul@gmail.com