ঢাকা, বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রীষ্মে গ্রাম – অভ্র ওয়াসিম

এ বড় আকুতি
যায় না ভুলা গাছের ছায়া
মাঠ ডুবে আছে ভীষণ দহনে
আমার গ্রাম পুকুর জলে হিম
দুপুরের রোদ পুড়ায় সবই
নেমে এসো মোর সাথে
মাথাখানা ভাসিয়ে শীতল জলে
বুঝিবে তুমি প্রকৃতি কত আপন
মাটির কলসিতে পানি প্রাণ জুড়ায়
কাঁসার গ্লাসে পানি পান বিরল এখন
গোধূলির আলো আছে গরু নেই
পিচঢালা পাকা পথ গরুগড়ি উধাও
আছে কিন্তু পাখিডাকা স্নিগ্ধ ভোর
ভাবো একবার বাঁচাবে সবুজ বিথি
রাখব সজীব সবুজ পৃথিবী
মানবের জীবন ভালোবাসিবে অবিরত।