ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

হংকং-ম্যাকাওয়ের সঙ্গে সীমান্ত পুরোপুরি খুলে দেবে চীন

হংকং -ম্যাকাওয়ের সঙ্গে সীমান্ত পুরোপুরি খুলে দিতে যাচ্ছে চীন।
দীর্ঘ সময় এ সীমানা বন্ধ থাকার কারণে আধা-স্বায়ত্তশাসিত শহর দুটির বহু পরিবার বিভক্ত হয়েছিল। বন্ধ ছিল পর্যটন, ব্যবসা-বাণিজ্যেও টান পড়ছিল। হংকং -ম্যাকাওয়ের সঙ্গে সীমান্ত পুরোপুরি খুলে দিতে যাচ্ছে চীন।

হংকং এবং ম্যাকাও বিষয়ক স্টেট কাউন্সিল কার্যালয় শুক্রবার সীমান্ত খুলে দেওয়া কথা জানিয়েছে। ৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হবে।

বেইজিং আকস্মিকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহরের পর জানুয়ারিতে হংকং এবং চীনের মূল ভূখণ্ডের মধ্যে সীমিত ভ্রমণ আবার শুরু হয়েছে। প্রাথমিকভাবে দিনে ৬০ হাজার মানুষ সীমান্ত অতিক্রম করার সুযোগ পাচ্ছেন। তবে এর জন্য তাদের করোনা পরীক্ষা করাতে হচ্ছে।

এখন সীমান্ত পুরোপুরি খুলে দেওয়া হলে পর্যটক বাড়বে বলে আশা করছে হংকং। ফলে অর্থনীতির চাকাও সচল হবে।