
শুক্রবার বাদ আসর রাজধানীর মিরপুরে অবস্থিত কাজী সিরাজের বাসায় মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত দোয়া মাহফিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আখতার হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজ ছিলেন একজন পরিপূর্ণ মানুষ তিনি একাধারে আলাওলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি এবং আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদের সভাপতি ছিলেন এছাড়া তিনি একজন সফল সংগঠক, দলনেতা ছিলেন।
‘আমরা দিনের পর দিন ভাল মানুষগুলোকে হারিয়ে ফেলছি, শক্তিগুলোকে হারিয়ে ফেলছি। যিনি চলে যান তিনি সব নিয়ে চলে যান, যিনি চলে যান তিনি তার সমস্ত অঙ্গীকার নিয়ে চলে যান, রেখে যান শুধু কর্ম। তিনি আরো বলেন, কাজী সিরাজ আমার খুব কাছের ও ভালোবাসার মানুষ ছিলেন। তার এই হঠাৎ চলে যাওয়ায় আমরা মর্মাহত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি ও তার সকল গুণাহ মাফ করে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক সেই দোয়া করি। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজ এর বড় মেয়ে কাজী গুলশানারা মুক্তা, সুশীল সমাজের প্রতিনিধি আমিনুল ইসলাম বুলু, কনফিডেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি খালেদ রহমান সিকদার,ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, শরীয়তপুর ফাউন্ডেশনের মহাসচিব মো. বাচ্চু বেপারী, আব্দুর রহিম মাঝি, মো, জাকির হোসেন প্রমুখ।
এছাড়া ও সেখানে উপস্থিত ছিলেন- মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধবান্ধবরা।