ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সোলদার দখল করতে পারেনি রাশিয়া, দাবি ইউক্রেনের

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন মঙ্গলবার এক অডিও বার্তায় দাবি করেন, ইউক্রেনের সেনাদের অবরুদ্ধ করে ডনবাসের লবণ খনি এবং সুড়ঙ্গ সমৃদ্ধ সোলদার শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। তবে এ দাবি প্রত্যাখান করেছে ইউক্রেন।

তিনি আরও বলেছেন, ‘শহরটি রাশিয়ার দখলে যায়নি। সেখানে তুমুল যুদ্ধ চলছে। সেখানকার পরিস্থিতি খুব কঠিন।’

ইউক্রেনীয় সেনাবাহিনীর এ কর্মকর্তা সোলদারের যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ‘বাখমুতের কাছে (সোলদারের পাশের শহর) যে তুমুল যুদ্ধ হচ্ছে এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করা যায়।’

এদিকে ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভগিনি প্রিগোজিন মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, ওয়াগনার সেনারা একটি সুড়ঙ্গের ভেতর দাঁড়িয়ে আছেন। ধারণা করা হচ্ছে এটি সোলদারের পুরনো লবন খনির একটি সুড়ঙ্গ।

তবে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, ইয়েভগিনি প্রিগোজিনের ছবিটি সোলদারের কোনো সুড়ঙ্গে তোলা হয়নি। এটি অন্য কোথাও তোলা হয়েছে।

সূত্র: আল জাজিরা