
এক শোকবার্তায় শরীয়তপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. বাবুল হোসেন জমাদার বলেন, শরীয়তপুর ডামুড্যার কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা রাজনীতির জন্য আব্দুল ওহাব অপু এলাকার মানুষের অত্যন্ত কাছাকাছি পৌঁছেছিলেন। তার এই রাজনীতির প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা পল্লবীর রাজনীতিতে বড় রকমের প্রভাব ফেলেছিল। তার চলে যাওয়াটা পল্লবী এলাকায় রাজনীতির ক্ষেত্রে একটা শূন্যতা সৃষ্টি করেছে।”
এবং সংগঠনের মহাসচিব মো. বাচ্চু বেপারী বলেন- বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এবং দক্ষতা সত্যি সত্যি খুব ইমপ্রেসিভ ছিল। সেজন্য তিনি আমার বয়সে ছোট হলেও প্রিয় মানুষ ছিলেন, বন্ধুবৎসল ছিলেন।
তিনি সাবেক বৃহত্তর পল্লবী থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে পল্লবীর রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
বুধবার (১১ জানুয়ারী) রাত ১০ঃ৩৮ মিনিটে বাংলাদেশ ইস্পালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।