ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

তবুও কি ভালো বাসবে না – অভ্র ওয়াসিম

রাত ভোর হবে না
বৃষ্টি আর থামবে না
চুলের গন্ধ ফুরাবে না
অপেক্ষার শেষ হবে না
তোমার হাসি ম্লান হবে না
চোখ থেকে চোখ সরবে না
অস্থিমজ্জা থেকে যাবে না
তবুও কি ভালো বাসবে না?