ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজ কাজীর মৃত্যুতে শরীয়তপুর ফাউন্ডেশনের শোক

সিরাজ কাজী ছিলেন আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদের সভাপতি ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। তার মৃত্যুর তথ্য  নিশ্চিত করেন আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ  সম্পাদক এম এম বিপ্লব।  সিরাজ কাজীর মৃত্যুতে শরীয়তপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন জমাদার  ও  মহাসচিব মোঃ বাচ্চু বেপারী  গভীর শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে সিরাজ কাজীকে একজন দেশপ্রেমিক উল্লেখ করে মোঃ বাবুল হোসেন জমাদার ও বাচ্চু বেপারী বলেন,মুক্তিযুদ্ধের সময় তার অবদানের কথা জাতি কৃতজ্ঞতা সাথে  স্মরণ করবে। তাঁর মৃত্যুতে শরীয়তপুরের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো।’ নেতারা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।