
‘দাবাং’ সিনেমায় রাজ্জো চরিত্রে রাজকীয় অভিষেক ঘটেছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। পরপর কয়েকটি ছবিতে সফলতাও পান শত্রুঘ্ন কন্যা। এরপরই ক্যারিয়ারে ভাটার টান পড়ে সোনাক্ষীর। একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তার অভিনীত ছবিগুলো।
বাতাসে ভেসে বেড়াচ্ছে, নিজের ভাগ্যান্বেষণে এবার দক্ষিণে উড়াল দিচ্ছেন সোনাক্ষী সিনহা। শোনা যাচ্ছে, একটি তেলেগু ছবিতে কাজ করতে চলেছেন তিনি। ছবিতে সোনাক্ষীর বিপরীতে থাকছেন তেলেগু ছবির বর্ষীয়ান অভিনেতা নন্দামুরী বালাকৃষ্ণ। এই মুহূর্তে পরিচালক সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হিরামান্ডি’ ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত সোনাক্ষী। এই সিরিজের শুটিং শেষ হলে নাকি দক্ষিণী ছবিটির প্রস্তুতি নিতে শুরু করবেন শত্রুঘ্ন সিনহার কন্যা।