ঢাকা, রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাড্ডায় ট্রাক থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজধানীর বাড্ডায় ট্রাক থেকে পড়ে আব্দুল মতিন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে বাড্ডার নতুন বাজার বড় বেরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিন ওই এলাকার মো. কালু মিয়ার ছেলে। তিনি দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন।

 

নিহতের ভাতিজা মুরাদ হোসেন জানান, একটি ট্রাকে মালামাল উঠানোর সময় ট্রাকের ডালা খুলে মতিনের উপরে পরে। এসময় আহত হয়ে নিচে পড়ে যান মতিন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।