
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি স্বল্পতা এবং নাব্যতা সংকটের কারণে ফেরিতে যানবাহন ও যাত্রী পারাপার চরমভাবে ব্যাহত হচ্ছে। অতিরিক্ত যানবাহন পারাপারে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। আজ শুক্রবার বন্ধের দিন থাকায় সকাল থেকেই যানবাহনের অতিরিক্ত চাপে উভয় পাড়ে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
দেখা যায়, ঘাট এলাকা থেকে নবগ্রাম পর্য়ন্ত তিন কিলোমিটার এবং পাটুরিয়া সংযোগ মোড় থেকে আরিচা পর্যন্ত চার কিলোমিটার যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। অপেক্ষমান যানবাহনের মধ্যে অন্তত পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ ছয় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
বিআইডাব্লিউটিসির আরিচা কার্যলয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, নৌরুটে বেশ কয়েক দিন ধরেই ফেরি স্বল্পতা রয়েছে। বহরে থাকা চারটি রো রো ফেরি মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে রয়েছে। আর একটি ফেরি চলাচলের অনুপযোগী। মাত্র ১৬টি মাঝারি ও ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যা চাহিদার তুলনায় অনেক কম। এছাড়া পাটুরিয়া ঘাটের কাছে নাব্যতা সংকট তো রয়েছেই। তাছাড়া আজ বন্ধের দিন। তাই যানবাহনের অতিরিক্ত চাপে উভয় পাড়ে অতিরিক্ত চাপ পড়েছে।