
লিবিয়ায় ক্ষমতাসীন প্রেসিডেন্সিয়াল কাউন্সিল তাদের পররাষ্ট্রমন্ত্রী নাজলা ম্যাঙগোসকে বরখাস্ত করেছে। ‘প্রশাসনিক নিয়ম লঙ্ঘনের’ দায়ে তাকে বরখাস্ত করা হয়। নাজলার বিদেশ গমনের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কাউন্সিলের এক নারী মুখপাত্র বলেন, শনিবার তিন সদস্যের একটি প্রতিনিধি দল নাজলাকে বরখাস্ত করে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কাউন্সিলের সঙ্গে যোগাযোগ না রেখেই পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছেন।
কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ওই মুখপাত্র এর চেয়ে বেশি কিছু জানাননি। এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি সদ্য বরখাস্ত হওয়া পররাষ্ট্রমন্ত্রীও।
তবে রোববার সকালে কাউন্সিলের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে লিবিয়ার অন্তর্বর্তী জাতীয় ঐক্যের সরকার। তারা ফেসবুকে এক বিবৃতি দিয়ে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে।
লিবিয়ার অন্তর্বর্তী জাতীয় ঐক্যের সরকার বলছে, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা যথারীতি দায়িত্ব পালন করতে পারবেন। তাকে বরখাস্ত করার অধিকার লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের নেই বলেই উল্লেখ করেছে তারা।