ঢাকা, রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

[১] ৫শ কোটি ভ্যাক্সিন উৎপাদন করবে ভারত, জানালেন মোদি

[২] চলতি বছরের মধ্যে সকল ভারতীয় নাগরিককে কোভিড ভ্যাক্সিন দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণা না হওয়ায় আগামী বছর ৫শ কোটি ভ্যাক্সিন তৈরির ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দি ওয়াল

[৩] জি২০ সম্মেলনে যোগ দিতে রোমে গিয়েছেন মোদি। সেখান থেকেই তিনি জানান ভারতের উৎপাদিত ভ্যাক্সিন সারা বিশ্বের কাজে লাগবে। মোদি বলেন, একটাই পৃথিবী, একটাই স্বাস্থ্যব্যবস্থা।

[৪] ভারতে তৈরি কোভ্যাক্সিন এখনও হু-এর অনুমোদন পায়নি, যার ফলে এই ভ্যাক্সিন প্রাপকদের বিদেশযাত্রায় অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

[৫] জি২০ সম্মেলনে ১৫ শতাংশ কর্পোরেট ট্যাক্সের মাধ্যমে বিশ্ব অর্থনীতির কাঠামো আরও স্বচ্ছ ও সঠিক হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন মোদি।