ঢাকা, বুধবার, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

[১] চশমা ছিনিয়ে নিয়েছে বানর, ফেরত পেতে দিতে হলো ‘ঘুষ’

[২] সম্প্রতি নেট দুনিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভারতের আইপিএস অফিসার রুপিন শর্মা টুইটারে ওই ভিডিওটি শেয়ারও করেছেন।

[৩] ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি নিজের হাতছাড়া হওয়া চশমটি ফিরে পেতে বানরের সঙ্গে দরাদরি করছেন। চশমা ছিনিয়ে নিয়ে বানর লোহার খাঁচার মতো জায়গার ওপর উঠে বসে পরে। এরপর চশমা হাত ছাড়া হওয়া ব্যক্তিটি জুস দিলে চশমাটি ফেরত দেয় ওই বানর। টুইটার