ঢাকা, বুধবার, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুধের ড্রামে ফেনসিডিল

অভিনব পদ্ধতিতে যশোরে বেনাপোল দুধের ড্রামে পাচারের সময় ৮৮ বোতল ফেসসিডিলসহ জাকারিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ১টার দিকে কাগজপুকুর এলাকা থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক জাকারিয়া যশোর জেলার বাঘারপাড়ার দাদপুর গ্রামের মোকাদ্দেস মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থানার এসআই মাসুম বিল্লাহ কাগজপুকুর বাজারের যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার ওপর থেকে প্লাস্টিকের একটি ড্রামসহ সন্দেহজনক জাকারিয়াকে আটক করেন। পরে ড্রামের ভেতর থেকে ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।