ঢাকা, রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে ৩ ভারতীয় আটক

তিন ভারতীয় নাগরিককে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক করেছে র‌্যাব।

সোমবার দুপুরে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ভারতের উত্তর চব্বিশ পরগনার অশক নগর থানার বড়বামুনিয়া গ্রামের শেখ আব্দুল আরিফ (৫২), তার স্ত্রী মোছা. ফজিলা বিবি (৪৫) ও মেয়ে রুম্পা খাতুন (১৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় তিন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের গায়েনপাড়ায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।