
মিয়ানমার থেকে মাছ ধরার ট্রলারে করে ইয়াবা আনার সময় টেকনাফের নাফ নদীতে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির হাতে ধরা পড়েছে ৫ জন। এসময় ট্রলারসহ ৫০০ কেজি ওজনের জালও জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে ২ জন মিয়ানমারের নাগরিক।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান।
আটকরা হলেন, টেকনাফের শাহপরীরদ্বীপের মাঝেরপাড়া গ্রামের মো. সামছুল আলম (২৫), উত্তরপাড়া গ্রামের মো. আক্তার হোসেন (৩৫), হাজীপাড়া গ্রামের মো. হোসেন (২৮), টেকনাফের মোচনীর ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরের মো. জমির হোসেন ও উখিয়ার বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের মো. কেফায়েতুল্লাহ (৩০)।
২ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান জানান, বিজিবির কাছে খবর ছিল সোমবার মিয়ানমার থেকে শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া সংলগ্ন নাফ নদীর মোহনা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসতে পারে।
এর প্রেক্ষিতে বিজিবির একটি দল সেখানে একটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলারে তল্লাশি শুরু করে। পরবর্তীতে ট্রলারের ৫ জেলেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের তথ্যমতে ট্রলারের তেলে ট্যাংকের ভেতর অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।