
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে বালি উত্তোলন নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার জানান, সাতকানিয়ার চরতি ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক।