ঢাকা, রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার জন্মদিনে তিতুমীর কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন তিতুমীর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা। এ সময় ছাত্রলীগের শতাধিক কর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য কৃতির উজ্জ্বল উদাহরণ তুলে ধরেন তারা।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, সবুজ হোসেন, আরাফাত হাওলাদার প্রমুখ।

এছাড়াও দেশনেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে তিতুমীর কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে তিতুমীর কলেজ ছাত্রলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।