ঢাকা, বুধবার, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনি তরুণদের ব্যারিকেডে পালালো ইসরাইলি সেনারা

ফিলিস্তিনে তরুণদের ব্যাপক প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইহুদি বসতি স্থাপনকারী ও ইসরাইলি সেনারা। অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে এমন ঘটনা ঘটে।

ফিলিস্তিনের কুদস নিউজের বরাতে পার্স টুডে জানিয়েছে, গত রবিবার রাতে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা নাবলুস শহরে হযরত ইউসুফ (আ) এর মাজার পরিদর্শনে গেলে ফিলিস্তিনি মুসলমানদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় ইসরাইলি সেনারা ইহুদি বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ১২টি বাসে করে প্রায় ৫০০ ইহুদি বসতি স্থাপনকারী নাবলুস শহরে প্রবেশ করে। সংঘর্ষ শুরু হলে ইসরাইলি সেনারা ফিলিস্তিনি তরুণদের ওপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এসময় বহু ফিলিস্তিনি তরুণ একটি ভবনে জড়ো হলে সেখানে অভিযান চালায় ইসরাইলি সেনারা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবরে আরও বলা হয়, ইসরাইলি সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা নাবলুস শহরে প্রবেশের চেষ্টা করলে রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়। এসময় ফিলিস্তিনিরা ইসরাইলি সেনাদের ওপর গুলিও চালায়।