
শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিশেষ সহায়তা পেয়েছেন ৪ হাজার ৮০০ দরিদ্র ও দুস্থ পরিবার। এদের মধ্যে প্রতিজনকে নগদ ৫০০ টাকা করে মোট ২৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন বিভিন্ন ইউনিয়নের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের নগদ টাকা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নের জন্য সমহারে ৫০০টি করে পরিবারকে এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রতি ইউনিয়নের ৫০০টি পরিবার নগদ ৫০০ করে টাকা পেয়েছেন। প্রতি ইউনিয়নে ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এ হিসাব মতে উপজেলার ৯ ইউনিয়নের সুবিধাভোগী মোট ৪ হাজার ৫০০ পরিবারের মধ্যে ২২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া পৌর এলাকার ৩০০ জনের মধ্যে ৫০০ টাকা করে এক লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, স্বচ্ছতার জন্য উপকারভোগীদের মূল জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহ করে তালিকা তৈরি এবং উপজেলা কমিটির অনুমোদনের পর বিতরণ কাজ শুরু করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, সুবিধাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা যেন নীতিমালা অনুসরণ করেন সে নির্দেশনা আগেই তাদের দেওয়া হয়েছিলো। সে মোতাবেক তালিকা পেয়ে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের হাতে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ পৌঁছে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ কমিটির প্রকাশ্য সভায় এ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে তিনি জানান।