
মানিকগঞ্জ: জরুরিসেবায় নিয়োজিত গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন পারাপারের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্তেও প্রাইভেটকার ও কিছু মালবাহী লরি পার করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এসময় সুযোগ পেলেই যাত্রীও উঠে পড়ছে ফেরিতে।
রোববার (৯ মে) সকাল পৌনে ৯টার দিকে বনলতা নামের ছোট কে-টাইপ ফেরি যাত্রী, প্রাইভেটকার ও মালবাহী লরি নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল বলেন, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ তবে মাঝে মাঝে মানবিক কারণে ছোট একটি দুটি ফেরি চলাচল করে বলেও জানান তিনি।