ঢাকা, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সন্ধ্যা রায়। হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, করোনার উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। করানা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। উপসর্গ মেনেই প্রয়োজনীয় তার চিকিৎসা শুরু হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পঞ্চাশের দশকে অভিনয় জগতে পা রাখেন সন্ধ্যা রায়। বাংলা সিনেমার সাদা-কালো থেকে রঙিন যুগের দীর্ঘ সময় দাপটের সঙ্গে পর্দায় বিচরণ ছিল সন্ধ্যা রায়ের। ১৯৫৮ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা অন্তরীক্ষ। তার আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে, সত্যজিৎ রায়ের অংনি সংকেত এবং তরুণ মজুমদারের ঠগিনি।

অন্যতিকে তিনি বাণিজ্যিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সমান সফল ছিলেন সন্ধ্যা রায়। ২০১৪ সালে লোক সভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৯ সালে নির্বাচনে বয়সজনিত কারণে নিজেই সরে দাঁড়ান তিনি।