ঢাকা, বুধবার, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিদস্যু জবরদখলবাজ কুদরতে আলম (রিপন) এর অত্যাচারের বিরুদ্ধে মানববন্ধন

১০৮/১ বি.সি.সি. রোড (স্টার হোটেল সংলগ্ন) ঠাটারী বাজার, ওয়ারী থানা, ঢাকা-১২০৩। এই বাড়িটি সরকারি অর্পিত সম্পত্তি। ভূমিদস্যু কুদরতে আলম (রিপন) অবৈধভাবে দখল করে আছে। জেলা প্রশাসক অবৈধ দখলদার কুদরতে আলম (রিপন) এর বরাবর উচ্ছেদ নোটিশ প্রদান করে। কি কারণে উচ্ছেদ হচ্ছে না তার প্রতিবাদে ৫ মে বুধবার ১০৮/১ বি.সি.সি. রোডে ‘জেলা প্রশাসক কর্তৃক লীজপ্রাপ্ত ৮টি পরিবার ও বাংলাদেশ জাতীয় হকার্স লীগ’ এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত সম্পত্তিটি বাংলাদেশ জাতীয় হকার্স লীগ (বি-২১৩৪) সংগঠনের নামে আবেদনকৃত।