ঢাকা, শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইটভাঙার মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

চট্টগ্রাম: পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে মো. সোহেল (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৫ এপ্রিল)  বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. সোহেল ভোলা জেলার লালমোহন থানার ভাঙাপোল এলাকার পাঁচতান বাড়ির কবীর হোসেনের ছেলে।

নিহতের খালতো ভাই মো. ইসমাইল বাংলানিউজকে জানান, আটজন শ্রমিক ইটভাঙার মেশিন নিয়ে আসার সময় বিকাল ৫টার দিকে শান্তিরহাট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মেশিনটি উল্টে যায়। এসময় মো. সোহেল মেশিনের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে জানান, ইটভাঙার মেশিন উল্টে মো. সোহেল নামে এক শ্রমিককে হাসপাতালে হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।