ঢাকা, রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে গায়ে সাইকেল উঠিয়ে দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৩

সংবাদদাতা বাউফল:বাউফলে গায়ে সাইকেল উঠিয়ে দেয়াকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৭জনকে বাউফল হাসপাতালে ও ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোঃ বাবুল হাওলাদারের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩০) কে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। অন‍্যদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চন্দ্রদ্বীপ এলাকার চরমিয়াজান গ্রামের ইবতেদায়ী মাদ্রাসার দক্ষিন পার্শ্বে এ ঘটনাটি ঘটেছে।