ঢাকা, মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে টিসিবির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয়

রুমানা আক্তার মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সাঈদ আনোয়ার ট্রেডার্স এর উদ্যোগে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে। গতকাল রবিবার বিকাল থেকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি প্রাঙ্গণে টিসিবির পণ্য বিক্রয় করা হয়। সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমদ চুন্নু টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন। ১০০ টাকা কেজি দরে সোয়াবিন তেল, ৫৫ টাকা করে কেজি দরে ছোলা, ৫৫ টাকা কেজি দরে মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে চিনি এবং ২০ টাকা কেজি দরে পেঁয়াজ স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা সাধারণ এ সকল পণ্য ক্রয় করেন।