
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার দেশের সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলিত হবে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ সরকারি গেজেটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বুধবার সারা দেশে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলিত থাকবে।