না হয় গদ্যগুলো
অজান্তেই কবিতা হয়ে গেল
বঙ্কিম দেহ পল্লবী
রহস্যময়তায় টেনে নিলো
অন্ধকার আলো আবারও উদয়াচল
তুমি বৃষ্টির ফোঁটার মত স্ফটিক
অঞ্জিলে বাড়িয়ে মুক্ত আকাশের নীচে
চাতকের ডানা মেলা বিদ্যুৎ গতি
আমারই অন্তর শুন্য অনুভবে
তোমার কোমল ওষ্ঠে
সহস্র ছবি আঁকি
একটু একটু পূর্ণতা পেতে।