
ঢাকা: রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মতিঝিল থানাধীন আরামবাগ এলাকা থেকে তাদের আটক করে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
আটকরা হলেন- মুকল বেপারী (৪৫) ও রত্না বেগম (৩৫)।
ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম রেজাউল হক জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ও আশপাশের এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।