
নাটোর: নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফারুক খাঁ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের সাধনগর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।ফারুক একই গ্রামের মৃত বেসারতুল্লাহ খাঁয়ের ছেলে।
খাজুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খলিলুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে নিজ বাড়ির পাশে একটি জলাশয়ে সেচ দিতে বৈদ্যুতিক মটরের বিদ্যুৎ সংযোগ দিতে যান ফারুক। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।