
শনিবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই বেলাল হোসেন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষে অ্যাডভোকেট জাহিদ হোসাইন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামি মামুন হাওলাদারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে গতকাল শুক্রবার আসামি মামুন হাওলাদারকে ঝালকাঠি থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি বিকেলে অফিস শেষে মোটরসাইকেলে খিলক্ষেত নিকুঞ্জের বাসায় যাচ্ছিলেন গোপাল সূত্রধর। প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে উত্তরাগামী ভিক্টর ক্লাসিকের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই দুলাল সূত্রধর সড়ক পরিবহন আইনে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
নিহত গোপাল সূত্রধরের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের পাটগ্রামে। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। তিনি ২০১১ থেকে ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং ২০১৪ থেকে ৭১ টেলিভিশনে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন।