ঢাকা, রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

এজিএম করার অনুমতি পেল সুহৃদ

বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে আদালতের অনুমতি পেল সুহৃদ ইন্ডাস্ট্রিজ।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায়, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ২০২০ সালের এজিএম করতে অনুমতি দিয়েছে উচ্চ আদালত। কর্তৃপক্ষের করা আবেদনের ভিত্তিতেই এ অনুমোদন দেওয়া হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ  বিকমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটিকে আগামী ২৮ জানুয়ারির মধ্যেই পরিচালক নির্বাচনের জন্য একটি হলফনামা দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

সুহৃদ ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে ২০১৪ সালে তালিকাভূক্ত হয়।