মেঘ কেটে যায় না হয়
বৃষ্টি হয়ে ঝরে।
সন্ধ্যার অস্পষ্ট আলোয় তুমি
ছিল মনের বাহিরে।
লাল কামিজের নীচে রক্তজবা
বুক ফেটে প্রবাহমান।
গাঢ় আঁধারে চোখ খুলে
প্রেমের চোরাবালিতে বিলক্ষণ।
তুমি ছলনাময়ী স্পর্শ
জীবনের কোলাহলে নীরবতা।
ক্ষুধার আগ্রাসনে একমুঠো গ্রাস
বুঝলে না শুধু জীবনের বারতা।
প্রিয়তমা, এখনো মনে হয়
সবুজ চারণভূমি হয়নি বিরাণ।
আমি জানি, পারবে না ফিরতে
ভুলে থাকো তুমি আপন ক্রন্দন